জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গভবনে দোয়া ও মিলাদের আয়োজন করেন।
বুধবার (১৫ আগস্ট) বাদ জোহর বঙ্গভবনের দরবার হলে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মওলানা মুহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্য ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদ এবং বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।
এর আগে বঙ্গভবনে দরবার হলে চলচ্চিত্র প্রকাশনা অধিদফতরের পরিচালনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
আজকের বাজার/এমএইচ