প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার কিশোরগঞ্জে শোলাকিয়ায় ঐতিহ্যবাহী বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবেনা।
শুক্রবার (১৫ই মে) এই তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী।
এর আগে, ঈদ জামাতের বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলেম-ওলামাদের সঙ্গে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয়। বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে স্থানীয় প্রশাসনও শোলাকিয়ায় জামাত অনুষ্ঠানের কোনো প্রস্তুতি নেয়নি।
২০১৬ সালে জঙ্গি হামলার পর পুলিশি নিরাপত্তায় স্বল্প পরিসরে ঈদ জামাত হয়েছিলো শোলাকিয়ায়। ১৮০৪ সালে শুরুর পর এবারই প্রথম ঈদ জামাত হচ্ছে না ঐতিহাসিক শোলাকিয়ায়।