মানিকগঞ্জের সাটুরিয়ায় ভারত থেকে আসা এক যুবককে শ্বশুরবাড়ি থেকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম শুক্রবার সন্ধ্যায় দরগ্রাম ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে আরব আলীকে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করেন।
ইউএনও জানান, শুক্রবার সকালে ভারত থেকে আসা আরব আলী জনসম্মুখে চলাফেরা এবং শ্বশুরবাড়ি যাওয়ায় তাকে আটক করা হয়। পরে তাকে সাটুরিয়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট কোয়ারেন্টাইনে ১৪ দিনের জন্য থাকার নির্দেশ দেয়া হয়।
তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করে আসছি। আমার উপজেলার ৯টি ইউনিয়নের জন্য ৯টি কমিটি গঠন করেছি। যেখানে উপজেলা পরিষদের কর্মকর্তা ও চেয়ারম্যানদের রাখা হয়েছে।
‘কোয়ারেন্টাইন না মানায় জরিমানা করেও প্রতিরোধ করা যাচ্ছে না প্রবাসীদের। বিদেশ ফেরতরা যেহেতু কোয়ারেন্টাইন মানছেন না তাই এখন থেকে যাদের বাইরে দেখব তাদের আমাদের নিয়ন্ত্রণে হাসপাতালগুলোর কোয়ারেন্টাইনে রাখা হবে,’ যোগ করেন তিনি। সূত্র – ইউএনবি
আজকের বাজার / এ.এ