রাশিয়ার উত্তরাঞ্চলীয় আরখানগেলস্কের উত্তর মহাসাগরে অবস্থিত নোভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে বেশ কয়েকটি শ্বেতভাল্লুক জনবসতিতে হানা দিয়েছে। ফলে কর্তৃপক্ষ ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ।
আরখানগেলস্কের গভর্ণর ও আঞ্চলিক সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। খবর বার্তা সংস্থা তাস-এর।
শনিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘জরুরি পরিস্থিতি মোকাবেলায় ও নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনের সভায় ৯ ফেব্রুয়ারি থেকে নোভায়া জেমলেই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এতে আরো বলা হয়, ‘আবাসিক এলাকায় বেশ কয়েকটি শ্বেতভাল্লুক হানা দেয়ায় এ জরুরি অবস্থা জারি করা হয়।’
নোভায়া জেমলিয়া প্রশাসনের উপপ্রধান আলেক্সান্ডার মিনাইয়েভ বলেন, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেশ কয়েকটি শ্বেত ভাল্লুক জনবসতির কাছে জড়ো হয়। এ সময় হিং¯্র পশুগুলো মানুষের ওপর হামলা চালায় এবং আবাসিক ভবন ও অফিসে ঢুকে পড়ে।
ছয় থেকে ১০টি শ্বেতভালুক জনবসতিতে অবস্থান করছে।
বিবৃতিতে বলা হয়, ‘স্থানীয় স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা চেয়ে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। মানুষ আতঙ্কে আছে। তারা বাড়ি থেকে বের হয়ে দৈনন্দিক কার্যক্রম চালাতে ভয় পাচ্ছে। বাবা মা তাদের সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে।’
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্ডারগার্টেনগুলোর চারপাশে অতিরিক্ত বেড়া লাগানো হয়েছে।
সেনা সদস্য ও চাকরীজীবীদের বিশেষ যানবাহনে করে কর্মস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। সেনা সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছে।