শ্যামপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

রাজধানীর শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ২৫ ডিসেম্বর ভোর ৪টার দিকে মিলটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের ফায়ারম্যান জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আমরা এখনো কাজ করছি। অগ্নিকাণ্ডের কারণ বা সূত্রপাত জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ২০-৩০ জন আটকা পড়েছিলেন, পরে তাদেরকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজকের বাজার: আরআর/ ২৫ ডিসেম্বর ২০১৭