শ্যামপুর সুগারের দর বাড়ার কারণ নেই

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেড অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের কাছে সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ। জবাবে দর বাড়ার পেছনে কোন প্রকার কারণ নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

দেখা গেছে, গত কয়েক কার্যদিবস বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ২৮ মে এ শেয়ারের দর ছিল ৩৬.১০ টাকা এবং ৫ জুন দর বেড়ে লেনদেন হয়েছে ৪২.৯০ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬.৮০ টাকা। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।

আরএম/