রাজধানীর সুত্রাপুরের শ্যামবাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোর ছয়টার দিকে শ্যামবাজারের ইউনিয়ন হোলসেল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সুত্রাপুর থানার এসআই মোহাম্মদ আলম বলেন, পেয়াজের একটি পাইকারি দোকান থেকে ভোর ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভোগ্যপন্যের ১৫ টি পাইকারি দোকানের মালামাল পুড়ে গেছে।
তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
ফায়ার বিগ্রেড সূত্রে জানা গেছে, দমকল বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।
একেএ/এমআর