রাজধানীর শ্যামলী সড়কে অনেক যানযটের সৃষ্টি হচেছ কারন শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। তাদেরকে
অবৈধভাবে ছাঁটাইয়ের প্রতিবাদে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে শ্যামলী গোল্ডস্টার পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরানোর চেষ্টা করছে।
তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মালিক-শ্রমিক উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।’
হালিমা নামে এক শ্রমিক বলেন, ‘অনেক দিন ধরে গোল্ডস্টার পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করছি। কিন্তু কোনো কারণ ছাড়াই আমাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। আমার মতো আরো অনেক শ্রমিককে কোনো কারণ ছাড়া বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে।’
তবে এ বিষয়ে গোল্ডস্টার পোশাক কারখানার মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আজকের বাজার/শারমিন আক্তার