মোদীর বায়োপিকে অভিনয় নিয়ে আগেই সমালোচনার মুখো পড়তে হয়েছিল, আর এবার এর শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়লেন অভিনেতা বিবেক ওবেরয়৷ জানা গিয়েছে, উত্তরাখণ্ডের উত্তরাকাশীর হর্ষিল উপত্যকায় শ্যুটিং চলছিল৷
একটি দৃশ্যে নগ্ন পায়ে ধারালি গ্রামের কাছে গঙ্গাঘাটের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল, সেই দৃশ্য করতে গিয়েই পায়ে চোট পান অভিনেতা৷
অভিনেতার পায়ে গভীরভাবে কেটে যাওয়ায় চিকিৎসক স্টিচ করে দেন বলে জানা গিয়েছে৷ তবে তিনি এখন সুস্থ রয়েছেন বলে জানায় ইউনিটের সদস্যরা৷ প্রসঙ্গত, ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলির শ্যুটিং কল্প কেদার মন্দির, গঙ্গাঘাট এলাকায় হয়েছে৷
নরেন্দ্রী মোদীকে নিয়ে এই ছবির পরিচালনা করেছেন মেরি কম এবং সরবজিত খ্যাত পরিচালক ওমাঙ্গ কুমার৷