সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক ও বাড়ি মালিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সিরাজুল ইসলাম (৬০) কাকডাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও বাড়ির মালিক দেলোয়ার হোসেন (২৫) একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেনের বাড়ির ছাদে পোল্ট্রি খামার করার জন্য ঘর তৈরির কাজ করছিলেন সিরাজুল ইসলাম। এ সময় বাড়ির ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ভেজা বাঁশ লেগে প্রথমে শ্রমিক সিরাজুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে মলিক দেলোয়ার হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
কলারোয়া থানার ওসি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/আরআইএস