শ্রমিকদের জন্য খারাপ ১০ দেশের তালিকায় বাংলাদেশ

কাজের পরিবেশ, বেতন ইত্যাদির বিবেচনায় শ্রমিকদের জন্য বিশ্বের ১০টি খারাপ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বৈশ্বিক শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা ভিয়েনাভিত্তিক সংগঠনটির করা ‘আইটিইউসি গ্লোবাল রাইটস ইনডেক্স ২০১৭ বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করেছে।

শ্রমিকদের জন্য বিশ্বের ১০টি খারাপ দেশের তালিকায় রয়েছে, কাতার, কলাম্বিয়া, মিশর, গুয়াতেমালা, কাজাখস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেড ইউনিয়ন কর্মীদের ওপর সরকার ও প্রতিষ্ঠানের চাপিয়ে দেওয়া অব্যাহত ভোগান্তির কারণে বাংলাদেশে শ্রমিকদের ‘অধিকারের কোনো নিশ্চয়তা নেই’।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের বর্বরতা, গণগ্রেপ্তার ও বৈষম্যকে বাংলাদেশে শ্রমিক সংগঠনের ওপর নির্যাতনের প্রধান দিক। উদাহরণ হিসেবে ২০১৬ সালের ডিসেম্বরে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রতিক্রিয়ার কথা তুলে ধরা হয়েছে। সেই সময় ৩৫ জন ট্রেড ইউনিয়ন নেতা ও শ্রমিক অধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১০০০ এর বেশি শ্রমিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ছাঁটাই করা হয় প্রায় ১৬০০ শ্রমিক-কর্মচারিকে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার জন্য পর্যাপ্ত শ্রমিক সংগঠন নেই। বাংলাদেশের তৈরি পোশাক খাতের ৪৫০০ কারখানার মাত্র ১০ শতাংশ কারখানায় ট্রেড ইউনিয়ন আছে।

তবে এর দায় শ্রমিকদেরও আছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৩০ শতাংশ শ্রমিক মনে করেন যে অধিকার আদায়ের জন্য তাদের সংগঠনে যুক্ত হওয়া উচিত।

আজকের বাজার:এলকে/এলকে/ ২২ জুন ২০১৭