শ্রমিকদের বিক্ষোভের মুখে সাভার ও আশুলিয়ায় ৪টি গার্মেন্ট বন্ধ

শ্রমিক বিক্ষোভের মুখে সাভার ও আশুলিয়ায় বুধবার চারটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

কারখানাগুলো হলো-সাভারের উলাইল ও হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় স্টান্ডার্ড গ্রুপের তিনটি ও আশুলিয়ার চারাবাগ এলাকার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

শ্রমিক বিক্ষোভের জের ধরে ওই চারটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মূল ফটকে নোটিশ টাঙিয়ে দিয়েছে মালিকক্ষ।

শিল্প পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে সকালে টানা চতুর্থ দিনের মতো সাভারের উলাইল এর গেন্ডা এলাকার স্টান্ডার্ড গ্রুপের শ্রমিকরা গেন্ডা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে কারখানা কর্তৃপক্ষও শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা আশপাশে অবস্থান করছে বলে জানা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাক কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের জলকামান।

অন্যদিকে সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় টেক্সটাউন গার্মেন্টসসহ প্রায় পাঁচটি গার্মেন্টস এর শ্রমিকরা বিশমাইল জিরাবো সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এদিকে মঙ্গলবার সংঘর্ষে উলাইল এলাকার আনলিমা টেক্সটাইল এর সুমন নামের এক শ্রমিক নিহত হওয়ার জের ধরে আজ ওই পোশাক কারখানাটি একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এবিষয়ে শিল্প পুলিশ ১ এর পরিচালক শানা শামীনুর রহমান বলেন, ‘পোশাক কারখানাগুলোতে কাজের গতি ফিরিয়ে আনার জন্য পুলিশ মালিকপক্ষের সাথে আলোচনা করে যাচ্ছে।’

তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ