১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদি শ্রমিকদলের সমাবেশের অনুমতি না দিয়ে শ্রমিক শ্রেণির কণ্ঠকে সরকার স্তব্ধ করতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এ অভিযোগ করেন।
নুরুল ইসলাম বলেন, ‘দেশের বৃহৎ শ্রমিক সংগঠন হিসেবে শ্রমিক দল প্রতিবছরের ন্যায় এ বছরও দেশের জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রধান অতিথি করে শ্রমিক সমাবেশের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছিল। সকল পর্যায়ের শ্রমিক-কর্মচারিরা মে দিবস পালন করার চুড়ান্ত পর্বের সময় সরকার ও পুলিশ প্রশাসন এই গণতান্ত্রিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবসটিতে সমাবেশ করতে না দেয়া শ্রমিকদের রক্ত স্নাত মহিমানিত দিবসটিকে চরমভাবে অবমাননা করা হয়েছে।’
সরকার ও প্রশাসনের এমন আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে পহলো মে সোমবার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক র্যালি করার ঘোষণা দেন নাসিম। র্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখী করা হবে বলেও জানান তিনি।
এসময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বলেন, ‘সরকার প্রধান নিজেই শ্রমিক দিবসের অনুষ্ঠান করবেন। অথচ এত মহিমানিত দিবসটিতে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। এতে আমরা মর্মাহত। শ্রমজীবী মানুষের প্রতি অবজ্ঞা করা হয়েছে।’
শ্রমিক সমাবেশর অনুমতি না দেয়া প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ, মিটিং-মিছিল, কথা বলতে বাধা দেয়। এরা বাধা দেয় না শুধু ভারতের ক্ষেত্রে। ভারত হয়ে গেছে এখন নেনেওয়ালা। আর বাংলাদেশে হয়ে গেছে দেনেওয়ালা।’
উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক এক সমাবেশের উদ্যোগ নিয়েছিল। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে গণপূর্ত বিভাগ থেকে সমাবেশের অনুমতি পেলেও পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মতিয়ার রহমান ফরাজী, মো. আবুল কালাম আাজদ, মো. মেহেদী আলী খান, মোস্তাফিজুল করিম মজুমদার, ফজলুল হক মোল্লা, মিজানুর রহমান চৌধুরী, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
আজকের বাজার:এসআর/এলকে/৩০এপ্রিল,২০১৭