শ্রমিক কল্যাণ তহবিলে ম্যারিকোর ২ কোটি ২০ লাখ টাকা প্রদান

দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড (ম্যারিকো) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রম কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ২০ লাখ টাকা প্রদান করেছে।

সম্প্রতি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে অনুদানের চেক হস্তান্তর করেন ম্যারিকো শ্রমিক অংশগ্রহণ ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইলিয়াস আহমেদ, তহবিলের সচিব ও ম্যারিকোর হিসাব প্রধান আতিয়ার রহমান, তহবিলের সদস্য আকিব রাব্বি এবং ম্যারিকোর ডিরেক্টর (লিগ্যাল অ্যান্ড করর্পোরেট অ্যাফেয়ার্স) ক্রিস্টাবেল র‌্যান্ডলফ।

তহবিলে অংশগ্রহণ সম্পর্কে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আশীষ গোপাল বলেন, ‘কোভিড অতিমারির সময়েও ম্যারিকো ব্যবসায়িক মুনাফা ও সাফল্য বৃদ্ধি করতে পেরেছে। এই অর্জনের পেছনে নিবেদিত প্রত্যেক সদস্য নিয়ে আমরা গর্বিত। সেই সাফল্য ও মুনাফার অংশীদারিত্ব যেমন আমাদের প্রত্যেক সদস্যের, তেমনি শ্রমিক কল্যাণ তহবিলে অবদান রাখতে পারা আমাদের জন্যে সত্যিই গর্বের বিষয়।’

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত যেমন-শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা আহত, দুরারোগ্য রোগের চিকিৎসা এবং শ্রমিকদের মেধাবী শিশুদের উচ্চ শিক্ষার সহায়তায় কল্যাণ তহবিল ব্যবহৃত হয়। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান