শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো.আব্দুল কাদের চৌধুরীর (৬০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতেই ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। একই থানার এসআই ইউনুস জানান, ধারণা করা হচ্ছে তিনি ৫/৬ দিন আগে মারা গিয়েছেন। লাশের গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে গতকাল সন্ধ্যায় রমনার বেইলি রোডে অবস্থিত বেইলি স্কয়ারের এক নম্বর ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল কাদের চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। আব্দুল কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। তিনি ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন বলেও জানান তিনি।
এদিকে, খবর পেয়ে উপসচিবের স্বজনরা ঢাকায় আসছেন। তার এক স্বজন জানান, মো.আব্দুল কাদের চৌধুরী অবিবাহিত। তারা মা-বাবা বেঁচে নেই। তিনি নানা কারণে বিষণ্ন ছিলেন।
আব্দুল কাদের চৌধুরীর সহকর্মীরা জানিয়েছেন, অসুস্থতাজনিত কারণে গত সাত থেকে আটদিন ধরে তিনি অফিসে যাননি। অফিসের লোকজন যোগাযোগ করলে তাকে না পেয়ে পুলিশকে জানায়। ঘটনাস্থলে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়
এটি স্বাভাবিক মৃত্যু না হত্যাকাণ্ড এমন প্রশ্নের জবাবে ওসি মনিরুল ইসলাম বলেন, এ বিষয়টি এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সূত্র - যমুনা নিউজ।
আজকের বাজার/এ.এ