শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে পোশাক শ্রমিক নেতারা

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের শোভন কাজ নিশ্চিত করতে যুগোপযোগী শ্রম আইনসহ ১৫টি বিষয় চিহ্নিত করে শ্রম সংস্কার কমিশনের কাছে সুপারিশ আকারে প্রস্তাবনা পেশ করেছে দেশের জাতীয় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতারা।

আজ সোমবার বিজয় নগরের শ্রম ভবনের সম্প্রীতি সভা কক্ষে মতবিনিময় সভা শেষে শ্রম সংস্কার কমিশনের কাছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) অন্তর্ভুক্ত গার্মেন্টস সংগঠনসহ দেশের শ্রমিক ফেডারেশনের নেতারা এ প্রস্তাবনা পেশ করেন।

যুগোপযোগী শ্রম আইনসহ প্রণয়নসহ অংশীজনদের সাথে মতবিনিময় করে সুপারিশ সংগ্রহ করেছে শ্রম সংসকার কমিশন।
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য চৌধুরি আশিকুল আলম,সাকিল আখতার চৌধুরী,তাসলিমা আখতার, রাজেকুজ্জামান রতনসহ অনেকে।

মতবিনিময় সভায় আইবিসি সভাপতি এ এন এম নাজিমুদ্দিন, পোশাক শ্রমিক ফেডারেশনের নেতা নেতা সালাউদ্দিন স্বপনৃ, চায়না রহমান, আমিরুল হক আমিনসহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), জি-স্কপ, এনসিসিডব্লিউই, ডব্লিউএফটিইউ-বিসি, আইটিইউসি-বিসি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আইবিসির নেতা জেড এম কামরুল আনাম জানিয়েছেন, পোশাক শিল্পের শ্রমিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে প্রস্তাবনাসমূহে জাতীয় নুন্যতম মজুরি কাঠামো ও বাৎসরিক মজুরি বৃদ্ধি, শ্রম আইন ও বিধিমালা, চাকরির নিরাপত্তা, সংগঠন করার স্বাধীনতা এবং যৌথ দরকষাকষির অধিকার, পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ, সামাজিক নিরাপত্তা, জেন্ডার ইস্যু, সহিংসতা ও হয়রানি বন্ধ, ন্যায় বিচার, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া আজ গৃহকর্মে নিয়োজিত শ্রমিকদের পক্ষে ফরিদা খানম ও আবুল হোসেনের নেতৃত্বে শ্রমিক নেতৃবৃন্দ শ্রম কমিশনের কাছে একটি পৃথক একটি প্রস্তাবনা জমা দিয়েছেন।

শ্রমিক অধিকার ও কল্যাণ রক্ষার্থে অন্তর্বর্তী সরকার ১৭ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে শ্রম সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয়।  (বাসস)