জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী দ্বিতীয়বারের মতো মতো জুটিবদ্ধ হলেন নতুন ছবিতে। তবে এই জুটির নতুন ছবিটি সম্পূর্ণ দেশীয় প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে। দেশীয় প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া প্রযোজিত ও উত্তম আকাশ পরিচালনায় নির্মিতব্য এই নতুন ছবিটির নাম ”বয়ফ্রেন্ড”। এরইমধ্যে শাকিব এবং শ্রাবন্তী দুজনেই এই ছবিটিতে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে শাকিব খান বললেন,”ছবিটিতে কাজ করার ব্যাপারে সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। ছবিটিতে শ্রাবন্তী ছাড়াও আরো একজন নায়িকা থাকবেন। সেই নায়িকা কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এটুকু বলতে পারি নায়িকা সহ আরও বেশকিছু চমক থাকবে ছবিটিতে। আর পরিকল্পনা অনুযায়ী খুব শীগ্রই ছবিটির শুটিং শুরু হবে।” প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন,খুব শিগ্রই এই ছবিটি সহ শাপলা মিডিয়া প্রযোজিত আরো ৭টি ছবির মহরত একসাথেই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,শাকিব খান ও শ্রাবন্তী প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন ”শিকারী” ছবিতে।
আজকের বাজার: সালি / ২১ নভেম্বর ২০১৭