২৪ ফেব্রুয়ারি, ২০১৮। দিনটা কখনও ভুলতে পারবেন না জাহ্নবী কপূর। ঠিক এক বছর আগে আজকের দিনেই আচমকা মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। মায়ের চলে যাওয়া আজও মেনে নিতে পারেন না তিনি। মায়ের মৃত্যুদিনটা পরিবারের সঙ্গেই কাটাতে চান নায়িকা। তবে সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
জাহ্নবী একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে শ্রীদেবীর হাতের ওপর রয়েছে তাঁর হাত। জাহ্নবী লিখেছেন, ‘আমার হৃদয় সব সময় ভারাক্রান্ত হয়ে থাকবে। কিন্তু তাও সব সময় আমি হাসিখুশি থাকব। ভাল থাকব। কারণ হাসির মধ্যে তুমি রয়েছ…।’
গত ১৪ ফেব্রুয়ারি তিথি অনুযায়ী শ্রীদেবীর মৃত্যুর এক বছরে বিশেষ পুজোর আয়োজন করেছিলেন বনি কপূর। চেন্নাইয়ের বাংলোতে সেই পুজোতে বনি, জাহ্নবী, খুশি ছাড়াও উপস্থিত ছিলেন কপূর পরিবারের সদস্যরা। জাহ্নবী বলি জেবিউ ‘ধড়ক’ দেখে যেতে পারেননি শ্রীদেবী। কিন্তু মায়ের মতোই অভিনয়কেই পেশা হিসেবে নিতে চান জাহ্নবী।