শ্রীদেবীর মৃত্যু : বনি কাপূরকে তলব করেছে পুলিশ

বলিউড তারকা শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় কুয়াশা যেন কাটছেই না। এই খ্যাতিমান তারকার মৃত্যুকে কেন্দ্র করে জম্ম দিচ্ছে হাজারো প্রশ্ন।

মঙ্গলবার শ্রীদেবীর মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনে তার স্বামী বনি কাপুরকে তলব করেছে পুলিশ। পাশাপাশি আইনি জটিলতার কারনে শ্রীদেবীর লাশ দেশে নিয়ে আসার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দিয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে পুলিশ ময়না তদন্তে জানায়, দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে বলিউড তারকা শ্রীদেবীর মৃত্যু হয়েছে।

আইন প্রক্রিয়া সম্পন্ন করতে দুবাই পাবলিক প্রসিকিউশনের কাছে ময়না তদন্তটি পাঠানো হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।

উল্লেখ্য মঙ্গলবার, শনিবার রাতে, দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে অচেতর অবস্থায় শ্রীদেবীকে পাওয়া যায় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আজকের বাজার : আরজেড/আরএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮