শ্রীদেবীর শেষকৃত্যানুষ্ঠান সোমবার

ছবি : ইন্টারনেট

রাষ্ট্রীয় মর্যাদায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর শেষকৃত্যানুষ্ঠান  সোমবার অনুষ্ঠিত হবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে বিষয়টি জানা গেছে।

২৪ ফেব্রুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫৪ বছর। অভিনেতা মুহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

রোববার এ অভিনেত্রীর মরদেহ আনার জন্য একটি বিশেষ বিমান দুবাইয়ে পাঠানো হয়। আজ রাতে তার মরদেহ ভারতে আনার কথা রয়েছে। বিমানবন্দরের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে শ্রীদেবীর মরদেহ তার আন্ধেরির লোখান্ডওয়ালা এলাকার বাসায় নিয়ে যাওয়া হবে। শেষকৃত্যের আগে তার মরদেহ এখানেই থাকবে বলে জানা গেছে।

আরএম/