তামান্না ভাটিয়া এক জনপ্রিয় নাম।বাহুবলীতে অভিনয় করে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। দারুণ অভিনয় গুনে পেয়েছেন একাধিক অ্যাওয়ার্ড। এবার পেতে যাচ্ছেন শ্রীদেবী অ্যাওয়ার্ড সম্মানজনক পুরস্কার।
বলিউডের সদ্য প্রয়াত মহাতারকা শ্রীদেবীর সম্মানে প্রচলন শুরু হল ‘জি অপ্সরা অ্যাওয়ার্ড’। আয়োজকেরা তাদের এবারের আয়োজনে যুক্ত করেছেন এই পুরস্কার। জানা যায়, প্রথমবারের মতো এই শ্রীদেবী অ্যাওয়ার্ড পাচ্ছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া।
শ্রীদেবীর সম্মানে চালু হওয়া এই পুরস্কার পাচ্ছেন জেনে উচ্ছ্বসিত তামান্না।
আজকের বাজার/আরজেড