অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গন আজ শোকাহত। অন্যান্যদের মতোই শোক প্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
বর্তমানে আমেরিকা অবস্থান করছেন তিনি। সেখান থেকেই এক টুইট বার্তায় তিনি বলেন, ‘কী মর্মান্তিক, কী বেদনাদায়ক ! আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। শ্রীদেবী এমন এক ব্যক্তিত্ব যাঁর ট্যালেন্টের কোনও পরিমাপ করা সম্ভব নয়। আসাধারণ সুন্দরী। ভারতীয় সিনেমায় যত সুন্দরী এসেছেন, হয়তো তাঁদের মধ্যে শ্রেষ্ঠ। এক কথায় আমাদের স্বপ্নের নারী।’
‘কাল রাতে আমি লস অ্যাঞ্জেলসে পৌঁছেছি। এখানে আমার তিনটে ছবি, ‘রাজকাহিনি’, ‘পতি পরমেশ্বর’ আর ‘বারান্দা’র স্ক্রিনিং রয়েছে। সেই কাজেই এসেছি। হঠাৎ শ্রীদেবীর চলে যাওয়ার খবরটা শুনলাম। এমন একটা আকস্মিক ঘটনা যে হতে পারে, তার কোনও প্রস্তুতি আমার ছিল না।আমি তো বিশ্বাসই করতে পারছি না। ঈস্বর এতো নিষ্ঠুর কেন!’
আজকের বাজার: আরজেড/ আরএম/২৫ ফেব্রুয়ারি ২০১৮