শ্রীনগরের ব্যস্ততম আমিরা কাদাল এলাকায় মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিদের গ্রেনেড হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। কর্মকর্তারা এ কথা জানান। খবর পিটিআই’র।
কর্মকর্তারা জানান, ‘সন্ত্রাসীরা আমিরা কাদাল সেতুর কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একটি গ্রেনেড নিক্ষেপ করে। সেটি রাস্তার পাশে বিস্ফোরিত হয়।’
তারা আরো জানান, এতে তারিক আহমেদ নামের একজন বেসামরিক নাগরিক আহত হন।
কর্মকর্তারা জানান, পুলিশ সেখান থেকে এ ঘটনার আলামত সংগ্রহ করেছে।