গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের শিশুসহ চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) বিকেল চারটার দিকে চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চারজনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীরা জানান, বাড়িতে গিয়ে ডাকার পরও কোনো সাড়াশব্দ না পাওয়ায় তারা পুলিশকে জানান। পরে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।