গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
শনিবার (২৮জুলাই রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, রাতে ঢাকাগামী একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের আনসার রোড এলাকায় হঠাৎ থেমে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা সিলভারের হাড়ি-পাতিল ভর্তি একটি পিকআপ ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ আট যাত্রী গুরুতর আহত হন।
তাৎক্ষণিক তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই পুরুষ এবং ওই পিকআপের আরোহী ছিলেন বলে জানান ওসি।
নিহতরা হলেন- তারাজুল ইসলাম (৪২) রংপুরের পীরগঞ্জ এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মালামাল বিক্রি করতেন। তবে অপর ব্যক্তির (৫২) পরিচয় পাওয়া যায়নি।
আজকের বাজার/আরআইএস