শ্রীপুর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর কাছে সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার গোপীনাথপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রামের পাইকপাড়া কৃষ্ণপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস মাওনা উড়াল সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত লুৎফরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি হস্তান্তর করার কথা জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।