গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের একটি বাড়িতে শুক্রবার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে চলছিল শেষ মুহূর্তের আয়োজন। বোনের বিয়ের প্যান্ডেলে স্থাপন করা বৈদ্যুতিক পাখার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলো ভাই।
বৃহস্পতিবার রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার শ্রীপুরের একটি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শামসুল আলম (২৪) ওই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।
বোনের বিয়ের প্যান্ডেলে স্থাপন করা বৈদ্যুতিক পাখার তারে বিদ্যুৎস্পৃষ্ট হন ছোট ভাই শামসুল আলম ।সারাদিন বিয়ের নানা বিষয় তদারকিতে ব্যস্ত ছিলেন তিনি। পরে রাত ২টার দিকে সর্বশেষ প্রস্তুতি দেখার জন্য ঘর থেকে বের হন। এ সময় বিয়ের প্যান্ডেলে স্থাপন করা বৈদ্যুতিক পাখার তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার ছিল শামসুল আলমের বড় বোনের বিয়ে।কনের ভাই বিদ্যুৎস্পৃষ্টে আহত হন রাতে । স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার বিয়ের অনুষ্ঠানও স্থগিত হয়ে যায়। বিয়ে বাড়িতে বিয়ে না হয়ে চলছে ভাইয়ের মরদেহ দাফনের প্রস্তুতি।
এসএম/