গাজীপুরের শ্রীপুর উপজেলার বানার ও শীতলক্ষা নদীর সংযোগস্থল ত্রিমোহনী নদীর পাড়ে অজ্ঞাত এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের দেয়া খবরে ভিত্তি করে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মিয়া বলেন, সোমবার সকালে স্থানীয়দের দেয়া খবর পেয়ে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোন জায়গায় হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের শরীরে কোন কাপড়-চোপড় ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআর/