জেলার শ্রীপুর পৌর শহরের কেওয়া বাজার এলাকায় সারাহ কম্পোজিট মিলস লিমিটেড (পাটজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান) আজ ভোর ৬টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
কারখানার জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা আমিনুল হক জানান, ভোর পৌনে ৬টার দিকে কারখানার কর্মচারীদের একটি শিফট বিদায় নেয়ার পর আরেকটি শিফটের কর্মীরা কারখানার ভেতরে ঢুকছিল। এসময়ের মধ্যে কারখানাটির মূল ভবনের ব্রেকিং কার্ড রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস, শ্রীপুর ফায়ার সার্ভিসহ প্রায় ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমীন জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।