শ্রীপুরে ১ ডাকাত গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে এমদাদুল হক এমদাদ (৪০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাওরাইদ রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এমদাদুল হক এমদাদ ময়মনসিংহ জেলার পাগলা থানার তললী গ্রামে মৃত আতিকুল্লাহর ছেলে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এমদাদকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে পাগলা থানায় ৬টি, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও শ্রীপুর থানায় হত্যা ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ডাকাত এমদাদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসএম/