শ্রীমঙ্গলে ইয়াবা সেবনের সময় আটক ৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামে ইয়াবা সেবনের সময় ৪ জনকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলে, ওয়াসিম মিয়া (২৫) জুনায়েদ আহমেদ (২৫) আতাউর রহমান (৩৭) ও আফসার আহমেদ (৩৫)।

সোমবার (২১ মে) রাতে তাদের আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোবাশশেরুল ইসলামের নেতৃতে র‌্যাব- ৯ এই অভিযান চালিয়ে উপজেলার লামুয়া গ্রামের জুনায়েদের বাড়ীতে ইয়াবা সেবনের সময় তাদের আটক করে।

তাদের ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২৬ ধারা লঙ্গনের দায়ে পঁয়তাল্লিশ (৪৫) দিন বিনাশ্রম কারাদণ্ড দেন।

মোবাশশেরুল ইসলাম বলেন, প্রতিদিন শ্রীমঙ্গলের বিভিন্ন জাগায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। ইয়াবা ও মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

পাপ্পু/রাসেল