মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুনবাজারস্থ ঐতিহ্যবাহী দৈনিক খোলাবাজার (ওপেন শেড) ভেঙ্গে স্থায়ী দোকান কোঠা নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ওই বাজারের ব্যবসায়ীরা।
রোববার (১৩ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।
আওয়ামীলীগের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম ইয়াহিয়া, সহসভাপতি মো: কাদীর খাঁন, সাধারণ সম্পাদক হাজী মো: কামাল হোসেন, খোলাবাজারের ব্যবসায়ী আব্দুর মতিন, কাচাঁমাল ব্যবসায়ী গিয়াস উদ্দীন, ব্যবসায়ী স্বপন মিয়া, , আশরাফ হোসেন, আরজু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি। অনেকে বংশপরম্পরায় এখানে ব্যবসা করছে। কেউ কেউ ৪০-৫০ বছর ধরে ব্যবসা করছেন। এই ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশরাই দরিদ্র ব্যবসায়ী। ছোট খাটো ব্যবসায় এসব ব্যবসায়ীদের জীবন চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে খোলাবাজার ( ওপেন শেড) ভেঙ্গে স্থায়ী দোকান কোঠা নির্মাণ না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানাচ্ছি।
বক্তারা বলেন, দাবি না মানলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
পাপ্পু/রাসেল