প্রাইভেটকারের ধাক্কায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার ৩নং সদর ইউনিয়নের সামনে দুর্ঘটনাটি ঘটে।
মোটরসাইকেল আরোহী দুইজন বহুজাতিক তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনের সহযোগী সংস্থা সিকিউরেক্স কোম্পানির সিকিউরিটি হিসেবে কাজ করতেন। তারা হলেন- শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোডের আমির হোসেনের ছেলে সেলিম আহমেদ (৩৭) ও সিলেটের জৈন্তাপুর এলাকার বাসিন্দা জালালউদ্দিন (৪০)।
জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে তারা কালাপুর গ্যাস ফিল্ড থেকে থেকে শ্রীমঙ্গলে যাচ্ছিলেন। প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জালাল উদ্দিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেলিম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।
আজকের বাজার / এ. এ