শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ভেতর একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার ৩ জানুয়ারি সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্যাম্পের ভেতরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। বর্তমানে সেখানে উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে।

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানিয়েছে শ্রীমঙ্গলে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণে বাধ্য হয়েছে। এতে ওই হেলিকপ্টারে থাকা ৪ আরোহী আহত হয়েছেন।

সংবাদ সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়েছে, আজ বুধবার সকালে বিদেশি আরোহীসহ হেলিকপ্টারটি শ্রীমঙ্গলের বিজিবি ক্যাম্পে জরুরি অবতরণ করে। খবরে বলা হয়েছে, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)সহকারি পরিচালক রেজাউল করিমের বরাত দিয়ে বলা হয়েছে, বিমান বাহিনীর এম১৬ মডেলের হেলিকপ্টারটি সকাল পৌনে ১১টার দিকে জরুরি অবতরণ করে।

তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানান এই কর্মকর্তা।

আজকের বাজার:এলকে/ ৩ জানুয়ারি ২০১৮