শ্রীমঙ্গলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনু্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা।

বৃহস্পতিবার (১০ মে) সকালে শ্রীমলস্থ মডেল একাডেমী স্কুল এন্ড বি এম কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলায় বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রদর্শনী স্টল বসায়।

মেলায় আগত কয়েক শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।

মেলায় বীরপ্রতীক মো. ফুরকান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাহবুবুর রহমান স্বপন।

বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল অধ্যাপক সুদর্শন শীল, অবিণাশ আচার্য, আতাউর রহমান কাজল, একরামুল কবীর, রইস উদ্দীন, শামসুদ্দোহা খান আবু বক্কর, অনুজকান্তি দাশ, শিমুল তরফদার, তোফায়েল পাপ্পু প্রমুখ।

পাপ্পু/রাসেল