মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়েল রানা নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জুন) উপজেলার আশিন্দ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ পশ্চিমপাড়ায় বেগুনবাড়ী এলাকার আনারসের বাগান থেকে যুবকটির লাশ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল রানা (২৪) উপজেলার আশিন্দ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ পশ্চিমপাড়ায় বেগুনবাড়ী এলাকার জাহের আলীর ছেলে।
এলাকাবাসী জানান, জুয়েল বিষামনি এলাকার বাজারে বিকাশ ও ফ্লেক্সিলোডের কাজ করতেন। তিনি প্রতিদিন রাত ২-৩টার দিকে বাড়ি ফিরতেন।
ঘটনার দিন রাতের কোনো একসময় বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে মেরে ফেলে রেখে চলে যায়।
শুক্রবার সকালে পথচারীরা লাশটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের বাবা জাহের আলী জানান, জুয়েলের সঙ্গে এলাকায় কিংবা ব্যবসায়িক কোনো শত্রুতা কারো সাথে ছিল না। তবে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা নিয়ে ইতিপূর্বে তার শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে বিরোধ হয়েছিল।।
শ্রীমঙ্গল থানার এসআই কামাল হোসেন বলেন, আলামত অনুযায়ী নিহত জুয়েলকে মাথায় ও কপালে আঘাত করে এবং গলায় শ্বাসরোধ করে মারা হয়েছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে তাৎক্ষণিক একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
আজকের বাজার/এসএম