বিভিন্ন অভিযানে জব্দ করা ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের বিড়ি-সিগারেট ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।
আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এইসব সিগারেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২১ আগস্ট থেকে গত ৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছিল। পুড়িয়ে ধ্বংস করা বিভিন্ন ব্র্যান্ডের এই বিড়ি-সিগারেটের বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন- ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এএসএম জাকারিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সদর দপ্তর), সিলেটের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, মৌলভীবাজার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজারের পরিদর্শক মাহবুব আলম পাটোয়ারী।