শ্রীলংকার কাছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২০৯ রানের বড় ব্যবধানে হারলো সফরকারী বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো স্বাগতিক শ্রীলংকা। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি জিততে ৪৩৭ রানের টার্গেট পেয়েছিলো বাংলাদেশ। সেই লক্ষ্যে ২২৭ রানে অলআউট হয় টাইগাররা।
চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১৭৭ রান করেছিলো বাংলাদেশ। আজ, পঞ্চম ও শেষ দিনে বাকী ৫ উইকেটে ৫০ রান যোগ করতে পারে টাইগাররা। লিটন দাস ১৪ ও মেহেদি হাসান মিরাজ ৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন।
লিটন ১৭ ও মিরাজ ৩৯ রানে আউট হন। এছাড়া তাইজুল ইসলাম ২, তাসকিন আহমেদ ৭ ও আবু জায়েদ শুন্য রানে বিদায় নেন। খালি হাতে অপরাজিত ছিলেন শরিফুল ইসলাম।
বল হাতে শ্রীলংকার দুই স্পিনার প্রবিন জয়াবিক্রমা ৮৬ রানে ৫টি ও রমেশ মেন্ডিস ১০৩ রানে ৪টি উইকেট নেন। বাকী ১টি উইকেট নিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা।
প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ ও দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান করেছিলো শ্রীলংকা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিলো ২৫১ রান।