সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচের একাদশে রাখা হয়েছে স্পিনার আলিস আল ইসলামের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া জাকের আলিকে। এর আগে ৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাকের। তবে সেগুলো ছিল এশিয়ান গেমসে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশের জিতেছে ৪টিতে এবং শ্রীলংকার জয় পায় ৯ ম্যাচে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলি।
শ্রীলংকা একাদশ : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মহিশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাতিরানা। (বাসস)