শ্রীলংকায় দুটি চার্চে বিস্ফোরণে অন্তত ৮০ জন আহত হয়েছে। হাসপাতালে এক কর্মকর্তা একথা বলেছেন।
রোববার খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টারের প্রার্থনা চলাকালে এ হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নাম প্রকাশ না করার শর্তে কলম্বো ন্যাশনাল হসপিটালের এক কর্মকর্তা বলেন, ‘ইতোমধ্যেই এই ঘটনায় আহত ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আরো আহত মানুষ আসছেন।’
রাজধানী কলম্বোর উত্তরে এবং রাজধানীর বাইরে নেগোম্বো শহরে চার্চ দুটি অবস্থিত।