শ্রীলংকার পূর্বাঞ্চলে জঙ্গিদের এক গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে বিস্ফোরণে ছয় শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। সৈন্যরা সেখানে জঙ্গিদের একেবারে কোণঠাসা করে ফেললে তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিলে এসব প্রাণহানি ঘটে। পুলিশ শনিবার একথা জানায়। খবর এএফপি’র।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কালমুনাই শহরের কাছের একটি ভবনে সেনা অভিযানকালে এর ভিতরে একাধিক বিস্ফোরণে তিন পুরুষ, তিন নারী ও ছয় শিশু নিহত হয়। ভবনটি জঙ্গিদের ঘাঁটি ছিল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ভবনটির বাইরে থেকে অপর তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তারা আত্মঘাতী হামলাকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।