শ্রীলংকায় তেল শোধনাগার নির্মাণ করছে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরান শ্রীলংকায় তেল শোধনাগার নির্মাণ করতে যাচ্ছে।

শ্রীলংকা সরকারের মুখপাত্র রাজিথা সেনারত্নে এসব তথ্য জানান।

রাজিথা সেনারত্নে জানান, ইরান একটি নতুন তেল শোধনাগার তৈরির পাশাপাশি শ্রীলংকার একটি পুরনো তেল শোধনাগার আধুনিকায়ন করবে।

শ্রীলংকার পুরনো তেল শোধনাগারটির প্রতিদিন ৫০ হাজার ব্যারেল তেল শোধনের ক্ষমতা আছে। নতুন তেল শোধনাগার নির্মাণের ব্যাপারে শিগগিরই ইরান একটি বিশেষজ্ঞ দল শ্রীলংকায় পাঠাবে।

রাজিথা সেনারত্নে আরও বলেন, সম্প্রতি ইরান সফরের সময় প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ইরানের সঙ্গে তেল শোধনাগার নির্মাণের ব্যাপারে চূড়ান্ত আলোচনা করেন।

আজকের বাজার/একেএ