শ্রীলংকায় বাসে আগুন, আহত ১৭

শ্রীলংকার একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। পরে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সেন্ট্রাল হাইল্যান্ডে ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দিয়াতালাওয়া শহর থেকে পার্শ্ববর্তী কাহাগোলা যাওয়ার সময় বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। আহতদের বেশীর ভাগই বিমান ও সেনাবাহিনীর সদস্য। তারা শ্রীলংকার উত্তরাঞ্চলীয় জাফনা শহর থেকে দিয়াতালাওয়া সামরিক ঘাঁটিতে এসেছিল।
আহতদের মধ্যে একজন নারী রয়েছে। আহত সকলকে দিয়াতালা রাজ্য হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

আরএম/