শ্রীলংকা সফরে সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চলতি বছরের শুরুর দিকে ভয়াবহ ইস্টার সানডেতে ভয়াবহ আক্রমণের পর বিদেশী কোন দল হিসেবে বাংলাদেশ প্রথম সফর করছে দ্বীপ রাষ্ট্রটি। ২১ এপ্রিলের ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল ২৫০ জনেরও বেশী মানুষ। তখন থেকেই দেশটিতে বিরাজ করছে জরুরী অবস্থা।
যে কারণে সফরকারী বাংলাদেশকে দেয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। যেটি সচরাচর কোন রাষ্ট্রিয় বা সরকার প্রধান সফরে গেলে দেয়া হয়। গতকাল শনিবার বাংলাদেশ দলকে সশস্ত্র মোটর শোভা যাত্রার মাধ্যমে হোটেলে নিয়ে যাওয়া হয়। যেখানে আগে থেকেই মোতায়েন রাখা হয়েছে অস্ত্রধারী নিরাপত্তা কর্মী।
একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘ম্যাচ ভেন্যুতেও আমরা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি।’
কলোম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে দ্বিাপক্ষিক ওয়ানডে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। এর আগে নিউজিল্যন্ডই প্রথম বিদেশী দেশ হিসেবে শ্রীলংকা সফর করবে বলে আশা করা হয়েছিল। আগামী মাসে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নিতে শ্রীলংকা আসবে কিউইরা। তবে এর আগেই বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের সিরিজটির আয়োজন করল লংকান ক্রিকেট বোর্ড।
আজকের বাজার/লুৎফর রহমান