শ্রীলংকান কর্তৃপক্ষ দেশটির চার্চ ও হোটেলে ইস্টার সানডে পালনকালে চালানো ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫৩ জনের মধ্যে ৪২ জনকে বিদেশী হিসেবে সনাক্ত করেছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এই ঘটনায় আরো ১২ বিদেশী নিখোঁজ রয়েছে। মর্গে যেসব লাশ সনাক্ত করা সম্ভব হয়নি তাদের মধ্যে এরা থাকতে পারে।
২১ এপ্রিলে চার্চ ও হোটেলে ওই বিস্ফোরণে আহত পাঁচ বিদেশী এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি লোক নিহত হয়েছে ভারতের। দেশটির ১১ জন এই আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে। এছাড়াও বিট্রেনের ছয় জন, চীনের চার ও ডেনমার্কের তিনজন নাগরিক বর্বরোচিত এই হামলায় প্রাণ হারিয়েছে।
এছাড়া সৌদি আরব, স্পেন ও তুরস্কের দুজন করে এবং বাংলাদেশ, জাপান, নেদারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক নিহত হয়েছে।
নিহত বিদেশীদের মধ্যে ছয়জন দুই দেশের নাগরিক ছিলেন।