শ্রীলংকা এখনো অপেক্ষায় রেখেছে বিসিবিকে

একটি আদর্শ স্বাস্থ্য প্রটোকলের বিষয়ে এখনো পর্যন্ত কোন জবাব দেয়নি শ্রীলংক ক্রিকেট(এসএলসি)। যে কারণে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফর নিয়ে অচলাবস্থার সৃস্টি হয়েছে। এই সিরিজটি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ।

বাংলাদেশ এখনো বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আশা করছে দুই এক দিনের মধ্যেই বিষয়টির সুরাহা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, তারা আমাদের জানিয়েছেন যে শ্রীলংকা ক্রিকেটের সঙ্গে (এসএলসি) কর্তৃপক্ষের বেশ ভাল আলোচনা হয়েছে। তাই শিগগির বিষয়টির একটি সুরাহা হবে।

আজ বিসিবি কর্মকর্তা বলেন,‘ ইতোমধ্যে শ্রীলংকান ক্রিকেটের সঙ্গে বেশ কয়েকটি বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে। আমরা সফর সুচির বিষয়ে তাদের জািনয়েছি। এরপর অবশ্য আমাদের মধ্যে আর কোন আলাপ আলোচনা হয়নি।’

এই মুহুর্তে লংকান আদর্শ স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী সেখানে সফরে গিয়ে বাংলাদেশকে কঠোর ভাবে মানতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইন। যেটির প্রতি প্রচন্ড অনীহা রয়েছে বিসিবির। এর বিপরিতে বিসিবির চাওয়া অনুশীলন সুবিধা সহ ৭ দিনের কোয়ারেন্টাইন।

নিজামুদ্দিন বলেন, এসএলসি আমাদের জানিয়েছে যে তারা এসব বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে। তাদের মধ্যে একটি ইতিবাচক বৈঠকও হয়েছে। কয়েকদিনের মধ্যে আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা বা স্বাস্থ্য প্রটোকল পাব। তারা জানিয়েছে যে কর্তৃপক্ষের সঙ্গে ভাল একটি আলোচনা হয়েছে। প্রয়োজনীয় প্রটোকল না পাওয়া পর্যন্ত এ বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না।’

বিসিবি’র সিইও বলেন, সফর হলে বাংলাদেশে আসতে হবে স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টোরিকে। আগের পরিকল্পনা অনুযায়ী নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলংকার যাবার কথা ছিল তার।

নিজামুদ্দিন বলেন,‘ তিনি যদি আসেন, তাহলে সরাসরি এখানে আসতে হবে। নাহলে তার কলোম্বো সরাসরি যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। কিন্তু এই মুহুর্তে তার ইস্যু নিয়ে কিছু বলতে পারছি না। কারণ আমরা এখনো স্বাস্থ্য প্রটোকল পাইনি।’

এদিকে বাংলাদেশ অচিরেই একজন ব্যাটিং কোচ নিয়োগের চেস্টা করছে বলে জানিয়েছেন বিসিবি সিইও। কারণ পিতার মৃত্যুর কারণে ওই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন ক্রেগ ম্যাকমিলান। নিজামুদ্দিন বলেন,‘ বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য মানষিক ভাবে প্রস্তুত নন বলে জানিয়েছেন ম্যাকমিলান।

এমন পরিস্থিতিতে এই সিরিজে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। তার বিকল্প খোঁজা হচ্ছে। যত দ্রুত সম্ভব একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয়ার চেস্টা চলছে।’ তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান