শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিমিত ওভার সিরিজে সরফরাজ আহমেদকেই অধিনায়ক হিসেবে বহাল রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শুক্রবার এ কথা জানানো হয়েছে। ইংল্যান্ড বিশ্বকাপে চরম ব্যর্থতার পর প্রধান কোচ মিকি আর্থারসহ কোচিং স্টাফকে বিদায় করে দেয় পাকিস্তান। এমনকি সরফরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত তাকেই স্বপদে বহাল রাখলো পিসিবি।
গতকাল এক সংবাদ সম্মেলনে জানানো হয় এ মাসের শেষ দিকে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে অধিনায়ক থাকছেন সরফরাজ।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি আরো জানান ভবিষ্যত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাবর আজমকে সহ-অধিনায়ক নিয়োগ করা হয়েছে।
দুই বছর আগে সরফরাজের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে পাকিস্তান। তবে তার পর থেকে তার নেতৃত্বে ৪৭ ওয়ানডে ম্যাচের ম্যধ্যে পাকিস্তান হেরেছে ২৪টিতে, জিতেছে ২০টি এবং পরিত্যক্ত তিনটি।
সাম্প্রতিক সময়ে সিমিত ওভার ক্রিকেটে পাকিস্তান দলের সেরা ব্যাটসম্যানে পরিণত হয়েছেন বাবর।
আগামী ২৭, ২৯ এবং ৩ অক্টোবর করাচিতে শ্রীলংকা-পাকিস্তান তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৫,৭ ৯ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
আজকের বাজার/লুৎফর রহমান