শ্রীলংকা সিরিজ শেষ ইংল্যান্ড অধিনায়ক স্টোকসের

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে  মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামতে পারছেন না  ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস।  ইংল্যান্ড  এন্ড ওয়েলস  ক্রিকেট বোর্ড(ইসিবি) জানিয়েছে,নিজ মাঠে  শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন  ইংল্যান্ড অধিনায়ক।
ইসিবি আরো জানিয়েছে, রোববার   রাতে ইংল্যান্ডের ঘরোয়া  দ্য হান্ড্রেড  টুর্নামেন্টে  ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে  নর্দার্ন  সুপারচার্জার্সের হয়ে ব্যাটিংকালে  চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ড অধিনায়ককে।  ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন টেস্ট সিরিজে  ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ওলি পোপ।
আগামী  ২১ আগস্ট  ওল্ডট্রাফোর্ডে শুরু হবে প্রথম টেস্ট।
ইসিবির  পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আরো  বলা হয়েছে,‘রোববার রাতে দ্য  হান্ড্রেড টুর্নামেন্টে  ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে  নর্দার্ন  সুপারচার্জার্সের হয়ে ব্যাটিংকালে বাম হ্যামস্ট্রিং ইনজুড়িতে পড়ে  মৌসুমের বাকি  সময়ের জন্য নাম প্রত্যাহার করে নিয়েছেন স্টোকস।’
‘লীডসে মঙ্গলবার  তার পায়ে স্ক্যান করা হয়েছে। স্ক্যানে ধরা পড়া ইনজুরির কারণে  শ্রীলংকার বিপক্ষে তিন টেস্ট সিরিজ মিস করবেন তিনি।’
‘আগামী অক্টোবরের শুরুর দিকে দলের পাকিস্তান সফরে ফিরতে  চান এ অলরাউন্ডার। পাকিস্তান সফরে মুলতান, করাচি এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে  তিন টেস্ট।’ (বাসস/এএফপি)