উপমহাদেশের ক্রিকেট সমর্থকরা একটু বেশিই প্রাণোচ্ছল, কখনোবা আবার শিরোনাম হন বিচিত্র কর্মকাণ্ড করে। কেবল শ্রীলঙ্কান সমর্থকরাই কিছুটা শান্ত স্বভাবের বলে বিবেচিত। তবে সেই ধৈর্য বুঝি বাঁধ মানল না আর!
ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের ছন্দ ধরে রেখেছে সফরকারী ভারত, যা পরাজয়ের গ্লানির হিসেবে লঙ্কানদের রেখেছে ‘ধারাবাহিক’। স্বাভাবিকভাবেই ব্যাপারটি মেনে নিতে পারেননি শ্রীলঙ্কার সমর্থকরা। ম্যাচ শেষে ম্যাথুস-চান্দিমালরা হোটেলে ফেরার সময় মানব-দেয়াল বানিয়ে তাদের বাস রুখে দেন সমর্থকরা।
প্রায় ৫০ জন সমর্থকের ছোটখাটো একটি দল বাসের চারপাশ ঘিরে রাখেন এবং দলের বিরুদ্ধে নানাবিধ স্লোগান দিতে থাকেন। পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করার আগ পর্যন্ত একটানা বাস আটকে অবস্থান করছিলেন তারা।
এমন ঘটনায় টিম হোটেলে পৌঁছাতে শ্রীলঙ্কান ক্রিকেটারদের প্রায় আধাঘণ্টা দেরী হয়।
হারের বৃত্তে থাকা শ্রীলঙ্কা নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম খারাপ সময় পার করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র এশিয়ান দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ঘরের মাটিতে অপেক্ষাকৃত খর্বশক্তির জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে লঙ্কানরা। এরপর ভারতের বিপক্ষে তিন এমচের টেস্ট সিরিজের সবগুলো ম্যাচেই হারতে হয়েছে বিশাল ব্যবধানে। সর্বশেষ ওয়ানডে সিরিজ শুরুর ম্যাচে এতো বড় পরাজয় মেনে নিতে পারেননি সমর্থকরা। আর তাই সব আবেগ ও ক্ষোভ ঢেলে দিয়ে স্বাগতিক দর্শকরা আটকে দিয়েছেন খেলোয়াড়দের বহনকারী বাসই!
আজকের বাজার: সালি / ২২ আগস্ট ২০১৭