লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো চান্ডিকা হাথুরুসিংহেকে। তার জায়গায় দায়িত্ব দেয়া হচ্ছে সাবেক ক্রিকেটার জেরোমি জয়রত্নেকে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার ড্রেসিংরুমে কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক কোচ এবং ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাহী কর্মকর্তা জেরোমে জয়ারত্নে। এ সিরিজের পর পূর্ণ মেয়াদের কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে শ্রীলঙ্কা।
তবে হাথুরুসিংহেকে বিদায় জানায়নি লঙ্কান ক্রিকেট বোর্ড। আপাতত তার সঙ্গে চুক্তি স্থগিত করার কথা বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দোর নির্দেশ মোতাবেক হাথুরুসিংহের সাফল্য-ব্যর্থতা পর্যালোচনা করেই সিদ্ধান্তে পৌঁছাবে তারা।
দেড় বছর আগে হুট করেই বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেন হাথুরুসিংহে। কিন্তু নিজ দেশেও তার সময়টা একেবারেই ভালো কাটেনি। মূলত দেশটির ক্রীড়ামন্ত্রী হরিণ ফার্নান্দোর সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিদায় করে দেয়া হল।